দিল্লি-জয়পুর দখল, অনশনের ডাক ভারতের কৃষকদের
বিতর্কিত নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিনিয়ত জোরালো হচ্ছে ভারতের অব্যাহত কৃষক আন্দোলন। দিল্লি-জয়পুর মহাসড়ক বন্ধ করে দেওয়ার লক্ষ্যে হাজার হাজার কৃষক বিভিন্ন রাজ্য থেকে জড়ো হচ্ছেন। দিল্লি-জয়পুর সংযোগকারী রাস্তায় শতাধিক ট্রাক বসিয়ে অবরোধ করার হচ্ছে। স্থানীয় সময় রোববার (১৩ ডিসেম্বর) কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মহাসড়কে দলে দলে জমায়েত হচ্ছেন কৃষকরা। এদিকে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অনশনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিপুল নিরাপত্তা সদস্য।
ভারতের ২ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির প্রায় ১৫ শতাংশই কৃষির ওপর নির্ভরশীল। দেশটির প্রায় ১৩০ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট।
কৃষকদের আশঙ্কা, নতুন এ কৃষি সংস্কার আইনগুলো ভারতের নিয়ন্ত্রিত বাজারব্যবস্থাকে ভেঙে দেবে এবং সরকারও ধীরে ধীরে নির্ধারিত মূল্যে গম ও ধান কেনা বন্ধ করে দেবে। এতে তাদের ফসল বেচতে বেসরকারি ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে নামতে হবে। ক্ষতির মুখে পড়বেন বহু কৃষক।
চলমান আন্দোলনে কংগ্রেসের নেতাকর্মীসহ অনেকেই সমর্থন জানিয়ে আসছেন। এদিকে বিজেপি সরকার বলছে, বিরোধীরা কৃষকদের ব্যবহার করে রাজনীতি করছে। বাইরের কোনো শক্তি এর পেছনে হাত থাকতে পারে বলেও ধারণা করছে মোদির সরকার।
পরিস্থিতি নিরসনে সরকারের শীর্ষপর্যায়ের নেতাদের কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ।