করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৬০ লাখেরও বেশি।
করোনার দ্বিতীয় ধাক্কায় দেশটিতে প্রতিদিনই গড়ে মারা যাচ্ছেন ২ হাজারের ওপরে। এ ছাড়া দৈনিক গড় আক্রান্তের সংখ্যা দুই লাখেরও বেশি।
পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটিতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন প্রায় ৩০ হাজার আর মারা যাচ্ছেন শতাধিক। এ ছাড়া আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনায় শীর্ষে রয়েছে টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয় এবং নিউইয়র্ক।
সোমবার (১৪ ডিসেম্বর) থেকে দেশটিতে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন কার্যক্রম। জরুরি ভিত্তিতে গণহারে ভ্যাকসিন প্রয়োগে গত ১১ ডিসেম্বর ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে পৌঁছাতে শুরু করেছে ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি এ টিকা।