কাপাসিয়ায় ৩ ভুয়া সাংবাদিক আটক।
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই মিস্টান্ন ভান্ডার নামে এক দোকানে সরকারি কর্মকর্তা পরিচয়ে জরিমান করার সময় স্থানীয়রা তাদের আটক করে।
আটককৃত মুন্নি আক্তার (২৯) দৈনিক ভোরের চেতনা সংবাদ ও গ্রামবার্তা,
বর্ষা রাণী কিরন (৪০) দৈনিক সংবাদ মোহনা ও সাপ্তাহিক রুপান্তর বাংলা,
এবং মাসুদ রানা রাব্বি (৩৫)
সাপ্তাহিক রুপান্তর বাংলার পরিচয়পত্র বহন করছিলেন।
মিস্টির দোকানি বিমল চন্দ্র সাহা জানান, মাসুদ, মুন্নি, বর্ষাসহ আরো কয়েকজন আমার দোকানে এসে কিছু বুঝে ওঠার আগেই মিস্টির তৈরির কারখানায় গিয়ে নানা ধরনের কথা বলে জড়িমানা দিতে বলে। এসময় আমার সন্দেহ হলে আমি আশপাশের লোকজনকে ডাক দিলে সবার সহযোগীতায় তাদেরকে আটক করে হয়। এবং থানায় খবর দেয়া হয়।
তিনি বলেন,এরা মাঝে মধ্যে সাংবাদিক পরিচয়ও দিত।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিস্টি দোকানি বিমল বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।আমরা বিষয়টা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।