আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু শুক্রবার
আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন। আগামী শনিবার মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী হাফেজ মাওলানা জোবায়ের আহম্মেদের অনুসারী তিন চিল্লার সাথীরা এই জোড় ইজতেমায় অংশ নেবেন।
এতে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ-এই চার জেলার চিল্লাধারী সাথীরা ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলের পাশে অবস্থিত টিনসেডে অবস্থান নেবেন।
ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। প্রতিটি জেলার মুসল্লিদের জন্য নির্দিষ্ট টিনসেডে আলাদা আলাদাভাবে জায়গা ভাগ করে দেওয়া হয়েছে।
টিনসেডের বাইরে কোনো মুসল্লিকে অবস্থান না নেওয়ার নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে পাকিস্তান ও ভারতের চিল্লাধারী মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, তিন চিল্লার সাথীরা বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুইদিনের জোড় ইজতেমায় যোগ দিতে ময়দানের উত্তর-পূর্ব কোণে নির্মিত টিনসেডের মসজিদে জড়ো হচ্ছেন।
শনিবার দুপুরের আগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের জোড় ইজতেমা। মুরুব্বিদের দিকনির্দেশনা অনুসারে ময়দান থেকেই দ্বীনের দাওয়াতি কাজে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বেন এসব চিল্লার সাথীরা।
মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, এবার প্রতিটি জেলায়ই পৃথক পৃথকভাবে জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ এই চার জেলার তিন চিল্লার সাথীরা শুক্র ও শনিবার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় অংশ নেবেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে।
এ বিষয়ে আলমী সুরা সদস্য ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, মুসল্লিরা মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নিয়মকানুন মেনে চলে, সে বিষয়ে কাউন্সিলিং করা হবে। এছাড়া পরবর্তী ইজতেমা নিয়ে সরকারের সাথে সমন্বয় করে কীভাবে করা যায়, সে বিষয়েও কথা হবে।
জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনসেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নেবেন। শুক্রবার বেলা ১১টায় শুরু হয়ে শনিবার বেলা ১১টায় শেষ করতে হবে। ২৪ ঘণ্টা সময় বেধে দেওয়া হয়েছে। আগত মুসল্লিদের সেবায় বিশ্ব ইজতেমা ময়দানে সার্বিক নিরাপত্তা প্রদান করা হবে।