‘দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে সরকার’
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। দুর্গম চরাঞ্চলে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমেই বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন। যার উদাহরণ কাচিকাটা চরআত্রা ও নওপাড়া ইউনিয়নগুলোর বিদ্যুতায়ন।
তিনি আরও বলেন, বিএনপি বিদ্যুৎ না দিয়ে শুধু খাম্বা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। মানুষ বিদ্যুৎ পায়নি তখন লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল যা মানুষ ভোলে নাই। এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়ার বিএনপিকে আর দেশের মানুষ কখনই রাষ্ট্র ক্ষমতায় আনবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিফ ও মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের পল্লী বিদ্যুতের কর্মকর্তারাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।