LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

হারিয়ে যাচ্ছে চিংড়ির আন্তর্জাতিক বাজার



বিশ্ব বাজারে ধীরে ধীরে বাংলাদেশি চিংড়ির চাহিদা কমছে। মূলত ‘ভেন্নামি শ্রিম্প’ বা প্যাসিফিক হোয়াইট-লেগড শ্রিম্প (প্রশান্ত মহাসাগরীয় সাদা চিংড়ি) এর চাহিদা বাড়ার কারণে বাজার হারাচ্ছে বাংলাদেশ। এর ফলে ধারাবাহিকভাবে কমছে চিংড়ি রপ্তানি ও উৎপাদনের পরিমাণ। ফলে সম্ভাবনাময় এই খাত এখন অনেকটাই নিস্তেজ।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিশ্ববাজার অনেকটাই ভেন্নামি চিংড়ির দখলে। এ চিংড়ির দাম বাংলাদেশি চিংড়ির থেকে অনেক কম।

ফলে অপেক্ষাকৃত বেশি দামে বাংলাদেশের চিংড়ি বিক্রি হচ্ছে না। উচ্চফলনশীল এ চিংড়ি চাষ করে ইতোমধ্যে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বেশ কিছু দেশ সফলতা পেয়েছে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে চিংড়ি উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ দুই লাখ ৫২ হাজার ৫২৩ মেট্রিক টনে পৌঁছায়। এরপর ধারাবাহিকভাবে কমতে থাকে উৎপাদনের পরিমাণ। সর্বশেষ গত ২০১৮-১৯ অর্থবছরে উৎপাদন দুই লাখ ৩৯ হাজার ২১৩ মেট্রিক টনে ঠেকেছে।

সূত্র আরো জানায়, ২০০৬-০৭ অর্থবছরে সবচেয়ে বেশি চিংড়ি রপ্তানি হয়। এ সময়ে ৫৩ হাজার ৩৬১ মেট্রিক টন চিংড়ি রপ্তানি হয়, যার বাজারমূল্য ছিল দুই হাজার ৯৯২ কোটি টাকা।

এরপর ধারাবাহিকভাবে কমতে থাকে রপ্তানি। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানির পরিমাণ ৩৩ হাজার ৩৬২.৫২ মেট্রিক টন। যার বাজারমূল্য তিন হাজার ৮৮.৮৫ কোটি টাকা।

দেশে মোট উৎপাদিত চিংড়ির অধিকাংশই চাষ হয় দক্ষিণাঞ্চলে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে চিংড়ি ঘের গড়ে উঠেছে। এর বাইরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় লোনাপানি ধরে রেখে স্বল্প পরিমাণে বাগদা ও গলদা চিংড়ির চাষ হয়।

বিশেষ করে খুলনার পাইকগাছায় রয়েছে শত শত চিংড়ির ঘের। ঘেরগুলিকে কেন্দ্র করে এই অঞ্চলে এক সময়ে গড়ে উঠেছিল বহু মাছের আড়ত। তবে আস্তে আস্তে আড়তের সংখ্যা কমে যাচ্ছে।

পাইকগাছার মৎস্য ঘের মালিক ইমদাদুল হক বলেন, ‘আগে ঘের থেকে আমরা মাছের আড়তে মাছ পাঠাতাম। সেখান থেকে কোম্পানির মাধ্যমে গলদা কিংবা বাগদা চিংড়ি বিদেশে রপ্তানি হতো। তবে এখন বিদেশের তুলনায় দেশে বেশি চিংড়ি বিক্রি হয়।’

পাইকগাছার মৎস্য আড়ত ‘রুকু ফিস’ এর মালিক রোকনুজ্জামান জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি মাছের চাহিদা কমে গেছে। ফলে আমাদের বেচা-বিক্রিও নেই বললেই চলে। আগে গলদা কিংবা বাগদা চিংড়ির বেশিরভাগই বিদেশে রপ্তানি হতো। এখন আমরা দেশের বাজারে উপর নির্ভরশীল।

বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টর্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ওরিয়েন্টাল ফিশ প্রসেসিং অ্যান্ড কালচারাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর বাকী মনে করেন, বাংলাদেশি চিংড়ির চাহিদা বিশ্ববাজারের মত দেশের বাজারেও ব্যাপক।

তবে চাহিদার তুলনায় উৎপাদন সম্ভব হচ্ছে না। এছাড়া আমাদের দেশে উৎপাদিত চিংড়ি চাষে খরচ বেশি হয় এবং লাভ কম হয়। সেজন্য যে চিংড়ি চাষে খরচ কম পড়বে, সেই চিংড়ি চাষের দিকে যেতে হবে।

এ প্রসঙ্গে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ বলেন, ‘চিংড়ির উৎপাদন বাড়াতে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি

 আশা করছি, আগামীতে চিংড়ির উৎপাদন ও রপ্তানি দুই-ই বাড়বে। এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে।’

 


1