ঘুড়ি উৎসবে যোগ দিয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। ঘুড়ি ও বেলুন উড়িয়ে পুরান ঢাকার বকশি বাজারে একটি বহুতল ভবনের ছাদে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
ঘুড়ি উড়ানোর পাশাপাশি দেশীয় গানের সাথে শিশুদের নাচ, বীণ বাজানো ও লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গ উপস্থাপন করা হয়। উৎসবে যোগ দিয়ে বাঙালি সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন মিলার। তিনি বলেন, গত বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি খুব মজা পেয়েছিলাম। এ কারণে আমি অপেক্ষা করছিলাম এবছরের অনুষ্ঠানের। আজ এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবার্ট মিলারের ছেলে এন্ড্রিও। এন্ড্রিও খুব উৎসাহ নিয়ে বেশ কিছুক্ষণ নাটাই হাতে ঘুড়ি উড়ান। পরে আয়োজকদের পক্ষ থেকে এন্ড্রিওকে কিছু ঘুড়ি উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মো. শুকুর সালেক। সন্ধ্যার দিকে লাইটিং প্রদর্শনী, ফানুস উড়ানো ও কাওয়ালী গানের আসর বসে ছাদে।