বৃদ্ধাকে মারপিটের ঘটনায় গৃহকর্মী রেখা রাণীশংকৈলে গ্রেপ্তার
রাজধানীর মালিবাগে বাসার মালিকের বৃদ্ধ মা বিলকিস বেগম (৭০) কে বেধড়ক মারপিট করে স্বর্ণালংকারসহ পালিয়ে যাওয়া গৃহকর্মী রেখা (২৮) কে রাণীশংকৈলে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। রাণীশংকৈল থানা সূত্রে জানা যায়. গতকাল বুধবার আনুমানিক রাত ২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর (চিকনমাটি) গ্রামের আব্দুর রাজ্জাক ছেলে কফিল উদ্দীনের বাড়ি থেকে মালামালসহ রেখা (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ।
সম্প্রতি বহুল আলোচিত 'সিসিটিভি ক্যামেরায় প্রচারিত গৃহকর্মী রেখা' ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী গ্রামের ফরহাদ আলীর স্ত্রী ও আফাজ হোসেন মেয়ে।
জানা যায়, সে রাজধানীর মালিবাগের একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাসার মালিকের বৃদ্ধা মা বিলকিস বেগম (৭০) কে উলঙ্গ করে বেধড়ক মারপিট করে বাড়িতে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়। এমন মর্মান্তিক ঘটনা সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেশব্যাপী বিভিন্ন মাধ্যমে প্রদর্শিত হয়। ঢাকা মালিবাগের আহত বৃদ্ধার মেয়ে মেহেবুবা জাহান শাহজাহানপুর থানা (ডিএমপি)তে ১৯ জানুয়ারি বাদী হয়ে গৃহকর্মী (রেখা)র বিরুদ্ধে একটি মামলা করেন।
পরবর্তীতে শাহজাহানপুর থানা (ডিএমপি) মামলার তদন্ত কমকর্তা এসআই (নিরস্ত্র) রেজাউল করিম রাণীশংকৈল থানা পুলিশসহ বালিয়াডাঙ্গী থানা ও ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে আসামি রেখাকে আটক করে।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও শাহজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং শাজাহানপুর থানা পুলিশ আসামি রেখাকে নিয়ে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হয়।