টঙ্গীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ সংক্রান্ত জনসচেতনতা মূলক অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আরিচপুর বেলতলা এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজিত সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিল আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোঃ ইলতুৎ মিশ।
বিশেষ অতিথির বক্তব্য টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কিশোররা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। বিপথগামী কিশোররা এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি এমনকি হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। কিশোরদের এলাকাভিত্তিক গ্যাংয়ের মধ্যে ঘটছে সহিংসতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিপথগামী কিশোরদের আটকের পর আলোর পথে ফিরিয়ে আনতে স্বজনদের কাছে তুলে দিলেও এর ফল পাওয়া যাচ্ছে খুবই কম। যার ফলে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্বিগ্ন।
এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন, টঙ্গী পূর্ব থানা আআওয়ামীলীগ নেতা এম এম নাসির উদ্দিন, ৫৬নং বিট পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক লিটন শরিফ প্রমুখ।