জাতির পিতা বঙ্গবন্ধুর ওপর লেখা ২ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর লেখা দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে চলমান অধিবেশনের ফাঁকে এ বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি।
চলমান শীতকালীন অধিবেশনের ফাঁকে সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১২টায় জাতির পিতার ওপর লেখা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার, নেতা আমার' এবং ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ভিত্তিক বই 'জয় বাংলা'র মোড়ক উন্মোচন করা হয়।
জয় বাংলা গ্রন্থটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এবং বইটির সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং পিয়াস মজিদ।