টঙ্গীতে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২।
রবিবার দুপুরে টঙ্গী স্টেশন রোড টঙ্গী পূর্ব থানার সামনে থেকে তাদের আটক করা করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলে, কুমিল্লার কোতোয়ালী থানার চাঁনপুর বউ বাজার এলাকার আলী হোসেনের ছেলে আশিক (২৪) ও একই এলাকার জলিল ভূইয়ার ছেলে জাবেদ আলী (২২)।
র্যাব- ২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীতে অভিযান পরিচালনা কালে গাড়িটির গতিবিধি সন্দেহ হলে র্যাব ২ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা গাড়ি নেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে টঙ্গী পূর্ব থানার সামনে থেকে আটক করা হয়।
পরে তাদের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভিতরে ৩টি বস্তার ভিতর হতে পলিথিনে মোড়ানো ৬০ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। দীর্ঘদিন যাবৎ তারা অবৈধভাবে বাংলাদেশে আসা গাঁজা ক্রয় করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট চড়াদামে বিক্রয় ও করে আসছিল।
আসামীদের গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।