যুক্তরাষ্ট্রসহ ২০ দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা
করোনার সংক্রমণ ঠেকাতে ৩ ফেব্রুয়ারি থেকে ২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত,জার্মানি, যুক্তরাষ্ট্র , ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স,মিশর , লেবানন, ভারত,পাকিস্তানসহ ২০ দেশের জনগণ এই অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে। তবে ঐ সব দেশে থাকার সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ৩২৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৩৭৯ জন।