৪০ বছরের বেশি বয়সী সকল ব্যক্তি টিকা নিতে পারবেন :স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
৪০ বছরের বেশি বয়সী সকল ব্যক্তি যেন ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
নির্দেশনায় বলা হয়েছে ৪০ বছরের বেশি বয়সী সকল ব্যক্তি ও ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির পরিবারসহ সবাই যেন কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে একই দিন সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ৪০ বছর বয়সী সাধারণ মানুষও করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।
আগের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকার তালিকাভুক্ত ৫৫ বছরের নিচের কোনো সাধারণ নাগরিক টিকা নিতে নিবন্ধন করতে পারতেন না।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে খন্দকার আনোয়ারুল জানান, কোনো ব্যক্তি টিকার জন্য নিবন্ধন করতে না পারলে জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেও টিকা নিতে পারবেন।