ইউরোপের তিন দেশ জার্মানি, সুইডেন ও পোল্যান্ড থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার
ইউরোপের তিন দেশ জার্মানি, সুইডেন ও পোল্যান্ড থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। রাশিয়া থেকে তাদের কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা ব্যবস্থা হিসেবে রুশ কূটনীতিকদের বহিষ্কার করলেন তারা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের পররাষ্ট্র দপ্তর থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের কথা জানানো হয়। তিন দেশই গত সপ্তাহে তাদের কূটনীতিককে মস্কো থেকে বহিষ্কারের বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল।
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইউরোপের তিন দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলো আমাদের দেশের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে, এটি তার ধারাবাহিকতামাত্র। যেটিকে আমরা রাশিয়ায় অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ বলে বিবেচনা করছি।
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকদের বহিষ্কার করে রাশিয়া।