ভারতের একার দোষেই সীমান্তে সংঘাত হয়েছে : চীন
ভারতের একার দোষেই সীমান্তে তীব্র সংঘাত হয়েছে বলে মন্তব্য করেছে চীন। ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে গুজব ছড়াতে মরিয়া বলেও অভিযোগ চীনের। এ অবস্থায় নয়াদিল্লির দাবি, সীমান্তের প্যাংগং এলাকা থেকে ভারী অস্ত্রসহ সেনা সরিয়ে নিয়েছে বেইজিং।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় গত বছরের ১৫ জুন। প্রায় আট মাস পর এসে সেই ঘটনার ভিডিও প্রকাশ হয়েছে। এ ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হন আর চীনের পক্ষ থেকে শুক্রবারই স্বীকার করা হয় চারজনের মৃত্যুর বিষয়টি। যদিও ভারতের দাবি, এ সংঘাতে চীনা সেনার মৃত্যুর সংখ্যা আরও বেশি।
এ বিষয়গুলো নিয়েই নয়াদিল্লির বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুলেছে বেইজিং। সীমান্তে ভারতীয়রা শান্তি বজায় রাখতে ব্যর্থ বলেও মন্তব্য করা হয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হুয়া চুনইং বলেন, সীমান্ত সংঘাতের জন্য সব দায়-দায়িত্ব ভারতের। তারাই আগবাড়িয়ে হামলা করে। এজন্যই সংকটের সৃষ্টি।
এরমধ্যে প্যাংগং লেক এলাকা থেকে চীনের সেনারা সবাই সরে গেছে বলে দাবি ভারতের। ভারী অস্ত্র সরঞ্জাম যা সীমান্তে মোতায়েন করা হয়েছিল তাও বেইজিং সরিয়ে নিয়েছে বলে জানানো হয়েছে। দুপক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায়, দশম বারের মতো বৈঠক হতে যাচ্ছে। গত বৈঠকের মতো এ বৈঠকটিও হচ্ছে চীনা অংশে।
এ অবস্থায় নিজেদের শক্তি বাড়াতে মহড়া জারি রেখেছে ভারত। রাজস্থানে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর যৌথ মহড়ায় অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়।