কুষ্টিয়ার মিরপুরে বস্তাবন্দী মায়ের মরদেহ উদ্ধার, ছেলেসহ আটক ২
কুষ্টিয়ার মিরপুরে মাকে হত্যা করে বস্তাবন্দী করে পানিতে ফেলে দেওয়ার ২৮ দিন পর ওই মায়ের মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ছেলেসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম সান্টু জানান, ছেলে মুন্নাকে নিয়ে মমতাজ বেগমের বসবাস ছিলো। তিন মেয়ের বিয়ে হয়ে যাওয়া এবং স্বামী ফজল বিশ্বাসের মৃত্যুর পরে ছোট ছেলে মুন্না আর তার মা বাড়িতে থাকতো। ২৮ দিন ধরে মুন্নার মা মমতাজ বেগম নিখোঁজ ছিলো।
এ ঘটনায় সোমবার (২২ ফেব্রুয়ারি) পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ এলাকার ইয়াসিনের ছেলে রাব্বিকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে মঙ্গলবার পুলিশে এসে পুকুর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় মমতাজের ছেলে মুন্নাকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে।