টঙ্গী সরকারী হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কারিগরি নার্সিং কোর্স বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে।
বেলা ১২ টার সময় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধনে স্বাস্থ্য কর্মীরা দাবি করেন কারিগরি প্রশিক্ষন নিয়ে যদি কেউ নাসিং এর মত পেশায় আসে তাহলে তার দ্বারা রোগীর উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে এর কারন হিসেবে তারা বলেন কারিগরি আর নাসিং দুটি বিষয় সম্পূন্নই
আলাদা যার কারনে কারিগরি প্রশিক্ষন নিয়ে নার্স হওয়ার কোন সুযোগ নেই।
এ সময় বক্তরা আরও বলেন স্বাস্থ্য খাতকে উন্নতি করতে হলে অতি জরুরী কারিগরি প্রশিক্ষন নিয়ে যারা নার্স নিয়োগ পাচ্ছে তা বন্ধ করতে হবে আর যদি তা না করা হয় তাহলে ভবিষ্যতে চিকিৎসা খাত বড় ধরনের হুমকির মুখে পড়বে।
এ সময় বক্তব্য রাখেন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা, বাংলাদেশ নার্সিং এসোশিয়েশনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নার্সিং এসোশিয়েশনের সহ সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল
হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।