রাজপথে নেমে মানুষের দাবি 'ম্যারাডোনাকে খুন করা হয়েছে'
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা আর নেই। গত বছরের ২৫ নভেম্বর এই ভয়ানক খবরটা দাবানলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল।
তখন বলা হয়েছিল, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিংবদন্তির। এরপর প্রায় চার মাস কেটে গেছে। তবু ম্যারাডোনার মৃত্যু যেন রহস্যই থেকে গেছে। সেই রহস্য উদ্ঘাটনের দাবিতে এবার পথে নামল আর্জেন্টিনাবাসী।
বুয়েনাস আইরেসের অবেলিস্কো স্মৃতিস্তম্ভ থেকে এই পদযাত্রা শুরু হয়। তাদের দাবি, 'ম্যারাডোনা মারা যাননি, তাঁকে খুন করা হয়েছে'। শুধু রহস্য উদঘাটন নয়, ম্যারাডোনাকে যারা খুন করেছে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।
এসব দাবির সঙ্গে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় যানজটের সৃষ্টি করে ম্যারাডোনার উদ্দেশ্যে গান গেয়ে পতাকা হাতে চলতে থাকে পদযাত্রা। সেই পদযাত্রায় ২ মেয়েকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফানে।
ম্যারাডোনার মৃত্যুরহস্য উদঘাটন করতে সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাতে সদস্যসংখ্যা ২০ জন। এর মাঝে ম্যারাডোনার পরিবারের সদস্যরাও আছেন। জীবনের শেষ দিনগুলোতে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপের নায়ক।
মৃত্যুর কিছু দিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়েছিল। এর পরবর্তী সময়ে তাঁকে ঠিকঠাক দেখাশোনা করা হয়েছিল কিনা সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।