টংগীতে পুলিশকে পেটালেন সরকারি হাসপাতালের ডাক্তার।
বি এ রায়হান, গাজীপুর:
টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক কতৃক পুলিশের এক এটিএসআই কে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২ ঘটিকায় টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক মাসুদ রানা হাসপাতালের ডিউটি শেষ করে দুপুরে তার আরিচপুরের বাসায় ফিরছিলেন। এসময় তিনি হাসপাতালের গেটে পৌছলে টঙ্গী-কালীগঞ্জ রোডে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি উল্টে রাস্তায় পড়ে গিয়ে ব্যাথা পান।
মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে অটোচালক নাসির উদ্দিনকে ধরে মারধর শুরু করেন। এসময় সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশের এটিএসআই সাইফুল ইসলাম এগিয়ে গিয়ে অটোচালককে উদ্ধার করতে গেলে চিকিসৎক মাসুদের সাথে ট্রাফিক পুলিশ সাইফুলের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে চিকিৎসক মাসুদ রানা সাইফুলকে ধাক্কা দেয় এবং মারধর করে গায়ের ইউনিফর্ম ছিড়ে ফেলে।
খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার ডাঃ পারভেজ হোসেন জানান, হাসপাতালের প্রধান ফটকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেবিষয়ে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপে সমাধান করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ বলেন, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। ঘটনাটির সমাধান হয়ে গেছে।