রাজধানীর উত্তরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন।
রিপোর্ট মামুনুর রশিদ রানা উত্তরা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্বাধীনতার মহানায়ক শীর্ষক আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী, কেককাটা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ বজলুর রহমান, সভাপতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, আরো উপস্থিত ছিলেন এম এ মান্নান কচি, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীত অনুষ্ঠানে মুজিব আদর্শে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান।
গতকাল ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা-১৮ আসনের অন্তর্গত আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্যে তিনি আরও বলেন “যিনি জন্মেছিলেন বলেই আজ আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি, যিনি জন্মেছিলেন বলেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যিনি জন্মেছিলেন বলেই আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীন জাতি হিসেবে আমরা বাংলাদেশী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি।
তাই আমাদের সেই প্রিয় নেতার আদর্শের সৈনিক হিসেবে নিজেদের জীবন গড়বো । এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে উপস্থিত নেতৃবৃন্দদের নিয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন করেন।