গাজীপুরে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যার চেষ্টা; ব্যার্থ হয়ে হাসপাতালে আবারো হামলা।
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরে মামলার হাজিরা দিয়ে আদালত থেকে ফেরার পথে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। আহতদের হাসপাতালে নেওয়ার পর আবার মারধর করা হয়েছে।
গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহামেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভির এই ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর জেলা প্রশাসক কার্যলয়ের পাশেই এ ঘটনা ঘটে।
রবিন ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও আরিফ একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। বর্তমানে তারা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আলিমুজ্জামান বাধন বলেন, মহানগর ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগে বছরখানেক আগের করা মামলার হাজিরা দিয়ে গাজীপুর আদালত থেকে বের হয়ে রাজবাড়ি মাঠের সামনে পৌঁছালে রবিন ও আরিফ ওপর হামলা চালায় শাহীন, রকিব, অর্পন, রায়হান ও মাসুমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী। তারা রবিন ও আরিফকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালান অভিযুক্তরা।
হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় ৭/৮ জন লোক অতর্কিত হাসপাতালে ঢুকে তাদের মারধর করে। পরে রোগীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক লীগের একাধিক কর্মী জানান, চাঁদাবাজির টাকা ভাগাভাগি ও ২৮ নম্বর ওয়ার্ডের টেম্পুস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।