তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বি এ রায়হান, গাজীপুর:
ছাত্রদলের সাংগঠনিক অভিবাবক তারেক রহমানসহ ২৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টংগী পূর্ব, পশ্চিম ও টংগী সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলটি টংগী সরকারি কলেজের সামনে থেকে শুরু করে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলেরসিনিঃযুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সুমন,মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান (মিরন), শুভ মিয়াজী, টংগী পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয়
সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল, যুগ্ম আহবায়ক শেখ সাজু, শৈবাল টংগী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন।
যুগ্ম আহবায়ক রিফাত রশিদ।যুগ্ম আহবায়ক নাসির খন্দকার।সদস্য মাহামুদুল হাসান শান্ত।
টংগী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কাউছার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান আরিফ,সদস্য রাসেল,জীবন আরিফ।
এতে আরো উপস্থিত ছিল রাকিবুল ইসলাম ,
সাইফুল ইসলাম সাবু,আনোয়ার হোসেন,
সফিকুল ইসলাম রায়হান, ফয়জুল ইসলাম পলাশ,
হাসান চৌধুরী,রায়হান ঢালী,উজ্জল, নূর মোহাম্মদ,
নাঈম, শান্ত, দুর্জয়,জাহাঙ্গীর, জেনিস, বাবু, সাহেব স্বজল, সবুজ,ফারুক, হৃদয়, রানা, সজিব,জনি ,সাইফ, মুন্না আব্দুর রব,মাহাবুব খান, রাব্বি,ইমন, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট এর নেত্রীবৃন্দ।