গাজীপুরে পোষাক কারখানায় অগ্নিকান্ড।
বি এ রায়হান, গাজীপুরঃ
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের সালেক টেক্সটাইল মিলস্ কারখানার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সাড়ে তিন ঘন্টার আগুন নিয়ন্ত্রণে।
রোববার (৪এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ার হাউজে আগুনের সুত্রপাত হয়।
কারখানায় প্রশাসনিক কর্মকর্তা নেকমত হোসেন রুবেল জানান, বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে আগুনের বড় হয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। গুদামে সূতা, তৈরী করা জিন্স প্যান্ট ও বিভিন্ন ধরনের মেশিন ছিল। আগুন মজুদকৃত মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি কারখানা কর্তৃপক্ষ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান,সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনে। প্রাথমিক ভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান ও হতাহতের খবর পাওয়া যায়নি।