গাজীপুরের কোনাবাড়ীতে চোর চক্রের ৪ সদস্যকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ
বি এ রায়হান, গাজীপুরঃ
গাজীপুর জিএমপি কোনাবাড়ী থানায় চোর চক্রের ৪ সদস্যকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। চোর চক্রের সদস্যরা হলেন,মোঃ নাজমুল খান (২২),নজরুল ইসলাম (২৩),ইমাম হোসেন (৩৫) এবং বশির আহমেদ (২৫)কে গতকাল ২০ এপ্রিল রিমান্ডে এনে তথ্যের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
চোরাই ল্যাপটপ, ১০ আনা স্বর্নের গহনা, ২টি বাটন মোবাইল সেট ও ৩টি স্মার্ট মোবাইল সেট (একাধিক সিম) উদ্ধার করা হয়। জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক জানান, তারা গাজীপুর মেট্রোপলিটন এলাকায় খুব কৌশলে গত দুই বছর যাবত গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় দিনের বেলায় যখন বাসা বাড়িতে লোকজন থাকে না তখন তালা ভেঙ্গে বাসাবাড়ির মূল্যবান জিনিসপত্র নগদ টাকা-পয়সা স্বর্ণালঙ্কার, মোবাইল ল্যাপটপ ও এলইডি টিভি চুরি করে। পরবর্তীতে চোরাইকৃত ল্যাপটপ ও মোবাইল উত্তরায় এবং স্বর্ণলঙ্কার গাছা থানাধীন মালেকের বাড়ী এলাকা বিক্রি করে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে।