বাসন থানা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ফ্রি সবজি বাজার
গাজীপুর প্রতিনিধি লকডাউনে যখন বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের এই দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ ‘ফ্রি সবজি বাজার’ নিয়ে হাজির হয়েছেন বাসন থানা স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা। ফ্রি এ সবজি বাজারের দেখা মিলেছে গাজীপুর মহানরীর সবচেয়ে ব্যস্ততম সড়ক চান্দনা চৌরাস্তা মহাসড়কে। জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ সভাপতি ও গাজীপুর মহানগর বাসন থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ ফ্রি এই সবজি বাজারের সার্বিক ব্যবস্থাপনা করেছেন। সোমবার বিকেলে ‘‘যার যতটুকু প্রয়োজন ততটুকু নিন’’ এ প্রতিপাদ্য বিষয়ে ফ্রি সবজি বাজারের উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জিৎ কুমার মল্লিক বাবু। এসময় উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ রহিজ উদ্দিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহাগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মহি, জনি খান, সবুজ সরকার, রুবেল, কাঞ্চন প্রমুখ। স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মন রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় এবং গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্চিৎ কুমার মল্লিক বাবু’র অনুপ্রেরণায় ফ্রি সবজি বিতরণ ক্যাম্পেইনের উদ্বোধন করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।