টঙ্গীতে কাভার্ড ভ্যানের উপরে ভেঙে পড়েছে বিআরটি প্রকল্পের লোহার এঙ্গেল।
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের লোহার এঙ্গেল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। একটি কাভার্ড ভ্যান লোহার পিলারে ধাক্কা দিলে স্লাব ভেঙ্গে কাভার্ড ভ্যানের উপরে পড়ে যায়। টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানায়, রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় বিআরটি প্রকল্পের সিকিউরিটির অবহেলার কারণে ভুলবশত একটি কাভার্ডভ্যান বিআরটি প্রকল্পের পিলার নির্মাণের জন্য ব্যবহৃত লোহার পিলারে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে পিলারটি ভেঙ্গে পড়ে যায়। এ সময় পিলারের উপরে স্থাপিত ইস্পাতের স্লাবগুলো কাবার ভ্যান এর উপরে ছিটকে পড়ে। স্লাব গুলো কাভার্ড ভ্যানের উপরে পড়ার পাশাপাশি রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিআরটি প্রকল্পের কর্মীদের সহায়তায় স্লাব গুলো মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এলাকাবাসী বলছে প্রতিনিয়তই এমন ছোটখাট দুর্ঘটনা ঘটছে। গতকাল রাতেও একটি বিআরটিসি দ্বিতল বাসের সাথে পিলারের ধাক্কা লাগে। তবে সেইসময় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে উপস্থিত ট্রাফিক পুলিশের সার্জেন্ট নুরুল ইসলাম জানান, হঠাৎ করেই কাভার্ড ভ্যানটি সরু লোহার পিলারের ভিতরে ঢুকে পড়ে। সেখানে বিআরটি প্রকল্পের সিকিউরিটি কর্মকর্তা উপস্থিত ছিল না বলেই এই দুর্ঘটনাটি ঘটে। প্রায় আধঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ বিষয়ে বিআরটি প্রকল্পের কোন কর্মকর্তা দুর্ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।