টঙ্গীতে ইট বোঝাই ট্রাক উল্টে আহত ৩
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ইট বোঝাই ট্রাক উল্টে ৩ জন আহত হয়েছে। রবিবার ৯ মে রাত দশটার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর সামনে ঢাকা কালিগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রায় একঘন্টা রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, ইট বোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এসময় গাড়ির ভিতরে থাকা ৩ শ্রমিককে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা আরো জানান, রাতের বেলা উরাল সেতুতে উটা নামার সময় প্রতিনিয়ত এই ধরনের দূর্ঘটনা ঘটে। কারনে হিসাবে তারা সড়কের ডিভাইডার ও উরাল সেতুর মধ্যে দুরত্ব না থাকাটাকে দায়ী করেন। আহতরা হলেন, হাসান (২১) আলেক (১৯) আঃ রহিম (৩০) তারা ইট লোড আনলোডের কাজ করেন। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মোঃ নাদির-উজ-জামান জানান, ভাওয়াল মির্জাপুর থেকে ইট বোঝায় একটি ট্রাক ঢাকার রামপুরা বনশ্রী যাওয়ার পথে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতু থেকে নামার সময় উল্টে গেলে রাস্তার একপাশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে স্থানীয়দের সহযোগিতায় একঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।