গাজীপুরে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বি এ রায়হান, গাজীুপুর: বিশ্বজুড়ে বাংলা’ শ্লোগানকে ধারণ করে ২০১৭ সালের ১৯ মে যাত্রা শুরু করে স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি। ৪র্থ বছর পূর্ণ করে ৫ বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার (১৯ মে) গাজীপুরের কোনাবাড়ি পপুলার হাসপাতালের অডিটোরিয়াম হলে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা টিভির প্রতিনিধি শহিদুল ইসলামের সভাপতিত্বে দৈনিক সকালের সময় প্রতিনিধি মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক, পপুলার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,সময় টিভির স্টাফ রিপোর্টার রাজিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবুল হাসান,চলমান বার্তার নির্বাহী সম্পাদক সাবের বিল্লাহ ,বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন রানা, কোনাবাড়ী ঔষধ ব্যবসায়ীদের সভাপতি আক্তারুজ্জামান । এছাড়াও কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেনে,গাজীপুর মহানগর যুবমহিলালীগ নেত্রী কামরুন্নাহার মুন্নী, আঁখি ইসলাম, ১০নং ওয়ার্ড যুবমহিলালীগের সভাপতি শাহনাজ আক্তার স্বপ্না,সাধারণ সম্পাদক শিল্পী আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সাংবাদিক রোজিনার উপর ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয় । পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।