সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে টঙ্গীতে মানববন্ধন
বি এ রায়হান, গাজীপুর: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্তা নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নিঃশর্ত মুক্তির দাবীতে টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার দুপুর ৩টায় স্টেশনরোড এলাকায় টঙ্গী থানা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাংবাদিক নেতাকর্মীরা। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এসময় টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমল ঘোষের সঞ্চালনায় মানববন্ধনে আনোয়ার হোসেন মাস্টার, আল-আমিন, আবু সালেহ মুসা, নাঈমুল হাসান, ইফতেখার রায়হান, লুৎফুজ্জামান লিটন, সুজন সারোয়ার, ইউনুছ আলী, লিটন মিয়া, শামীমা খানম, তরিকুল ইসলাম তারেক,তাওহিদুল ইসলাম, জাহাঙ্গীর আকন্দ, রাজিব হোসেন, মোস্তাকিম খান, শেখ রাজিব, পলাশ মিয়া, আওলাদ হোসেনসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে উঠেছে। তাকে দ্রুত মুক্তি দিতে হবে। তাকে দ্রুত মুক্তি না দিলে আমরা সেচ্ছায় কারাবরণ করব এবং সেই সাথে কঠিন আন্দোলনের কর্মসুচী ঘোষনা করা হবে।