নিজ উদ্যোগে ড্রেনেজ ব্যাবস্থা সংস্কারের কাজ শুরু করেছেন হাজী মোঃ হাসান উদ্দিন
বি এ রায়হান, গাজীপুর: ময়লা ও জলাবদ্ধতাকে নিত্য সঙ্গী করে বসবাস করা বস্তিবাসীর কষ্ট লাগবে যখন জনপ্রতিনিধিরা উদাসিনী ঠিক তখনই টঙ্গীর ৫৫নং ওয়ার্ডের চুরি ফ্যাক্টরি রোডের বস্তিতে নিজ উদ্যোগে ড্রেনেজ ব্যাবস্থা সংস্কারের কাজ শুরু করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ হাসান উদ্দিন। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে জলাবদ্ধতা নিরসন ও ময়লা অপসারণের কাজ শুরু করেন তিনি। এসময় তিনি বলেন, ড্রেনেজ ব্যাবস্থা অকার্যকর থাকায় দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ জলাবদ্ধতা ও ময়লা আবর্জনা নিয়ে মানবেতর জীবন যাপন করছে তাই এলাকার যুবসমাজকে সাথে নিয়ে তাদের কষ্ট লাগবের চেষ্টা করছেন তিনি। সকলের সহযোগিতা পেলে ভবিষতেও নিন্ম আয়ের মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন হাজী মোঃ হাসান উদ্দিন।