টঙ্গীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রাক চাপায় পিষ্ট হয়ে জেসমিন সুলতানা (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ জুন) বেলা ১২টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর সামনে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন সুলতানা গাজীপুর জেলার কাপাসিয়া থানার বরুন গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তিনি ঢাকা সেনানিবাসে অফিস করণিক (অসামরিক) পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আমজাদ হোসেন (৫০) আহত হয়েছেন। আহত আমজাদ হোসেন সেনাবাহিনীর অনারী লেফটেন্যান্ট হিসেবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এ কর্মরত রয়েছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা সেনানিবাসের অফিস করণিক (অসামরিক) কর্মকর্তা জেসমিন সুলতানা সহকর্মী অনারী লেফটেন্যান্ট আমজাদ হোসেনের সঙ্গে মোটরসাইকেল যোগে কাপাসিয়া যাওয়ার পথে টঙ্গী স্টেশন রোড এনা পরিবহনের বাস কাউন্টারের সামনে পৌছালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। এসময় পেছন থেকে আসা একটি চলন্ত ট্রাকের (ঢাকা মেট্রো ট ২০-৬৯৩০) চাকায় পিষ্ট হয়ে জেসমিন সুলতানা ঘটনাস্থলেই নিহত হয় এবং মোটরসাইকেল চালক আমজাদ হোসেন আহত হয়। পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মোঃ রফিকুল ইসলাম (৩৮) কে আটক করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত সেনা সদস্যকে সেনাবাহিনীর কর্মকর্তাদের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ইমরান শেখ থানায় একটি মামলা দায়ের করেছেন।