টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত।
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ,দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার ৫ জুন বিকেল ৪টার দিকে টঙ্গী পূর্ব, পশ্চিম থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে টঙ্গী কলেজগেট সরকার বাড়ি প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। টংগী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাউছার হোসেনের সভাপতিত্বে ও টংগী পূর্ব এবং পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফিন সিদ্দিক বুলবুল ও আসাদুজ্জামান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র আহব্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সহ সভাপতি মোঃ মাহমুদুল হাসান মিরন। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, বাংলার রাখাল রাজা,বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধকালীন ঝেড ফোর্সের প্রধান বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ইতিহাসের পাতা থেকে কেউ মুছে ফেলতে পারবে না। তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে তরুন সমাজকে ফ্যাসিবাদী স্বৈরশ্বাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক রাকিব, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবু,শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক জেনিস ,তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক রায়হান,সহ সমাজ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রোমান,সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাঈম, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ , নাঈম, টংগী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, টংগী পূর্ব থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিফাত রশিদ, যুগ্ম-আহ্বায়ক রাকিব, সদস্য রাসেল, আরিফ, নূর মোহাম্মদ, রাহিব, ফয়সাল, রাজা মিয়া, দূর্জয়, হৃদয়, তানভীর, বিল্লাল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এসময় দুইশতাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।