গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-শিশুর মৃত্যু
বি এ রায়হান,গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সোনিয়া আক্তার (৩০) ও দুই বছর বয়সী শিশু হুমাশা।দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া। শনিবার (১৯ জুন) সকালে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটে। এতে তারা দুজনই দগ্ধ হন। বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, বেলা সোয়া ১১টার ভবনের পাঁচ তলার পশ্চিম পাশের ফ্ল্যাট থেকে বিকট শব্দে আগুন লাগে। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়। আগুন যাতে ছড়িয়ে যেতে না পারে তাই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মা সোনিয়াকে দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশুটিকে আইসিইউতে রাখা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে শিশুটির মৃত্যু হয়। নিহতের দুলাভাই সাইফুল জানান, সোনিয়া আমার শ্যালিকা। তার স্বামী সকালে অফিসে যায়। সকাল ১০টার দিকে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মা-মেয়ে দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস এসে তাদের দুজনকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, গাজীপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ে এখানে এসেছিল। এখানে আনার পর সোনিয়া আক্তার দুপুরে মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়।