এবারও লকডাউনে গরিবদের ‘টেক কেয়ার’ করবো: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারও লকডাউনে গরিবদের ‘টেক কেয়ার’ করবো, নতুন কিছু করবো। আমাদের প্রধানমন্ত্রী সব সময় গরিবদের টেক কেয়ার করেন। আজ শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাজেটের কিছু জায়গা পলিশ করার প্রয়োজন আছে-পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এই বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তার (পরিকল্পনামন্ত্রী) মতামত আগেই পেয়েছি। তিনি কীসের ভিত্তিতে এসব বলেছেন আমার জানা নেই।’ টিকাদান কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিনেশন নিয়ে কনসার্ন। যতদ্রুত সম্ভব দেশের মানুষকে টিকা দেওয়া হবে। যত দ্রুত সম্ভব আমরা এই কাজ করবো। এই বিষয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। যত দ্রুত সম্ভব সবাইকে ভ্যাকসিন দেওয়ার প্রচেষ্টা চলছে। করোনাভাইরাস সংকটের অর্থনৈতিক পরিণতি বিশ্বের ৬ কোটি মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এমন ডাটা এখনো আমাদের হাতে আসেনি। তারপরও আমরা গরিবদের সাহায্য করি। গরিবদের ক্যাশ ট্রান্সফার করা হচ্ছে। ’ অর্থছাড়ে কড়াকরি আরোপ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতি। সবাই জানেন সময়টা ভালো যাচ্ছে না। শুধু আমাদের নয়, সারা পৃথিবীতে একটা সংকট চলছে। তাই যেটা প্রয়োজন সেটাই খরচ করছি। আমরা অপচয় বন্ধ করেছি। করোনা সংকটে অহেতুক খরচ একেবারে বন্ধ করে দিয়েছি। ’