নোয়াখালীতে লকডাউন বাস্তবায়নে মাঠে সেনাবাহিনী-র্যাব
নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি : সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে নোয়াখালীতে মাঠে নেমেছে সেনাবাহিনী ও র্যাব। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ১০টার দিকে সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাঁচটি টিম কাজ করছে। জেলা প্রশাসনের সঙ্গে দুই প্লাটুন সেনাবাহিনী ও দুই প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশের শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। সরেজমিনে দেখা যায়, সেনাবাহিনীর একটি ও র্যাবের একটি গাড়ি জেলা শহর মাইজদী টহল দিচ্ছে। জেলা শহরে কোনো গণপরিবহন চলছে না। রাস্তাঘাট একদম ফাঁকা রয়েছে। কাঁচাবাজারে মানুষের উপস্থিতিও কম। নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, সারাদেশের ন্যায় নোয়াখালীতেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাতদিন কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বের হতে না পারে সেজন্য মাঠে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে কাজ করবে।