আগামীকাল থেকে আবারও শুরু প্রথম ডোজের টিকা কার্যক্রম
করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে আবারও শুরু হবে। এক্ষেত্রে সিনোফার্মের টিকা দেশের জেলা সদরের হাসপাতালগুলোতে দেয়া হবে। আর ফাইজারের টিকা রাজধানীর কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত দেয়া হবে। বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অঅধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মমসূচির পরিচালক ডা. শামছুল হক। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে পুরোদমে টিকাদান শুরু হবে। দেশের সব মেডিকেল কলেজ, জেলা সদরের হাসপাতালগুলোতে এই কার্যক্রম শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান চলবে। রাজধানীর ৪৮টি কেন্দ্রে টিকা দেওয়া হতো। এখন ৮টি বাদ রেখে ৪০টি কেন্দ্রে পুরোদমে টিকাদান চলবে।