কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত: ৫ ব্যবসায়ীকে জরিমানা
বি এ রায়হান, গাজীপুর: কাপাসিয়া উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা না মেনে দোকান খোলা রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার( ৫ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি )রুবাইয়া ইয়াসমিন জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে সরকারি বিধি নিষেধ না মেনে ফার্নিচারের দোকান ও ওয়াকসপ খোলা রাখার দায়ে সংক্রমণ রোগ প্রতিরোধ নির্মূল নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৫ ব্যবসায়ীকে জরিমানা ২ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।