ছেলের হাতে নিযার্তিত হয়ে ছেলের ভয়ে বাড়ি ফিরতে পারছেন না বৃদ্ধা মা
কুড়িগ্রামের চিলমারীর রমনা ইউনিয়নের শরীফের হাট হাজিপাড়া এলাকায় ছেলের হাতে নিযার্তিত হয়ে হাসপাতালে চিকিৎসাশেষে বাড়িতে ফিরতে পারছেন না এক অসহায় মা। থানায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে তিনি বাধ্য হয়ে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী রওশন আরা স্বামীর রেখে যাওয়া জমিতে বাড়ি করে অতি কষ্টে দিনাতিপাত করে আসছেন। ছেলে রবিজুল ইসলাম রওশন আরার ওই জমি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ মা রওশন আরাকে নির্যাতন করে আসছে রবিজুল। রওশন আরা বেওয়া বলেন, আমার জমি নেওয়ার জন্য ছেলে রবিজুল দীর্ঘদিন ধরে আমাকে নির্যাতন করে আসছে। ছেলের নির্যাতনের ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না তিনি। রওশন আরার ছোট ছেলে রেফাজুল ইসলাম জানান, তার বড় ভাই সব সময় তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করে এবং শারীরিক নির্যাতন চালায়। চিলমারী মডেল থানার এসআই আহসান হাবিব বলেন, দুপক্ষের দুটি অভিযোগ পেয়েছি। তাদের ডেকে এলেও তারা যোগাযোগ করেনি। এমনকি তাদের কাউকে ফোন করেও পাওয়া যায়নি।