গাজীপুরে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২৮৪ ; মৃত্যু ৫
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৫৩৬জনের নমুনা পরীক্ষায় ২৮৪জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটিই জেলার মধ্যে সবচেয়ে শনাক্তের রেকর্ড। আর এসময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫জনের। রোববার (১৮ই জুলাই) গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে ৯ জুলাই সর্বোচ্চ ২৩৪ জন, ৪ জুলাই ২১৯ জন, ৭ জুলাই ২২০ জন এবং ১৪ই জুলাই ২৫৬জনের করোনা শনাক্ত হয়েছিল। সর্বশেষ ২৪ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ২৮৪জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে গাজীপুর সদরে ১০১জন, কালীগঞ্জে ৩৫জন, কালিয়াকৈরে ৩২জন, কাপাসিয়ায় ২৫জন ও শ্রীপুরে ৯১জন। তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ৬২৪জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৬৭৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৮৫৭ জন, কালীগঞ্জে ১০৭৬ জন, কালিয়াকৈরে ১৭০৪জন, কাপাসিয়ায় ১০৯০জন ও শ্রীপুরে ১৯৫০ জন আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডাঃ মো: খায়রুজ্জামান জানান, এপর্যন্ত জেলায় নতুন পাঁচজনসহ ২৯৭জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৬৫৭ জন।