গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় কভার্ডভ্যান ধাক্কায় দুইজন নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার (১২আগষ্ট) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকার লগুজ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানা সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ভোলা জেলার সদর থানার মাঝের চর গ্রামের নুর হোসেন ছেলে মো: হান্নান (১৭) ও ভোলা জেলার বড়নদী থানার ইসমাইল হোসেনের ছেলে রনি রাশেদ (১৩)। হান্নান ভাড়া বাড়ীতে থেকে ওই এলাকায় রিক্সা চালাতো। রনি চারদিন আগে ভোলা থেকে হান্নানের বাড়ীতে আসে। সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রেজাউল করিম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান গাড়িতে ফার্ণিচার নিয়ে মৌচাকের দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকার লগুজ এ্যাপারেলস্ কারখানার সামনে দিয়ে মহাসড়ক অতিক্রমকালে দ্রুতগতিতে আসা একটি কভার্ডভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও রিক্সায় থাকা এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।