গাজীপুরে বিআরটি প্রকল্প পরিদর্শনে- ওবায়দুল কাদের
বি এ রায়হান, গাজীপুরঃ পদ্মা সেতু ও মেট্টোরেলসহ অন্যান্য মেগা প্রজেক্টের সাথে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী আরো বলেন, এই বর্ষায় এয়ারর্পোট থেকে জয়দেবপুর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারীরা যতটুকু ভোগান্তিতে পরেছেন আগামী বর্ষায় এই ভোগান্তি থাকবে না। আসা করছি আগামী বছর ডিসেম্বরের মধ্যেই পদ্মা সেতু, মেট্রোরেল, দেশের সর্ববৃহৎ প্রকল্প বি আরটি প্রকল্প ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কর্নফুলী টার্নেলের উদ্বোধন করতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মেগা প্রকল্পের কাজ শেষ হলে জনভোগান্তি থাকবে না। শুক্রবার ৩ই সেপ্টেম্বর সকালে টঙ্গীর চেরাগ আলী এলাকায় চলমান বি আর টি প্রকল্পের কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী। এই প্রকল্পের নকশায় ভুল আছে বলে দাবি করছেন মেয়র এমন প্রশ্নের জবাবে গণমাধ্যম কর্মীদের মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের নকশায় কোন ভুল নেই, এটা গুজব। ইতি মধ্যে আমরা ৬৩ শতাংশ কাজ শেষ করতে সক্ষম হয়েছি। এ সময় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলি সবুর খান, অতিরিক্ত প্রধাণ প্রকৌশলি সবুজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক ইলিয়াস ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা। উল্লেখ্য ২০১৩ সালে গাজীপুর থেকে বিমানবন্দর ২০ কিলোমিটার সড়কে প্রথম বিআরটি প্রকল্পের কাজ শুরু হয়। চার বছরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও আট বছরে কাজের অগ্রগতি মাত্র ৬৩ শতাংশ।