এক হাজার অসহায়কে দীপায়নের খাদ্য সহায়তা
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী (হাজীর বস্তি) এলাকায় এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে দীপায়ন সমাজ কল্যাণ সংস্থা। তাদের সহায়তা করে বেসরকারি সংস্থা মুসলিম এইড বাংলাদেশ। এ কর্মসূচি বাস্তবায়নে ছিল হিজরা সম্প্রদায়, মাদ্রাসা শিক্ষার্থী ও সমাজের এক সময়ের বখে যাওয়া তরুণরা। যাদেরকে দীপায়ন সমাজ কল্যাণ সংস্থা আলোর সন্ধান দিয়েছে। মহতী এ কাজে যুক্ত হয়ে নিজেদের ধন্য মনে করছেন তারা। আয়োজক সংগঠনের উপদেষ্টা কর্নেল (অব) আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক এ আর সাইফুল্লাহ ও মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহ্ফুজুর রহমান চৌধুরী দুস্থদের হাতে রান্না করা খাবার তুলে দেন। এ সময় দীপায়নের সাধারণ সম্পাদক এ আর সাইফুল্লাহ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই অসহায়দের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে আমাদের সংগঠনটি। আমরা সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে এখানে সম্পৃক্ত করেছি, এজন্য যে সবাই জানুক তারাও কিছু করতে পারে। তারা সমাজের বোঝা নয়। তারা শুধু সাহায্য নেয় না, দিতেও পারে। করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।