টঙ্গীতে যুব মহিলা লীগের কমিটি ঘোষনা; একাংশের প্রতিবাদ
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে যুব মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার সকালে টঙ্গীর দেওড়া এলাকায় এ কমিটি ঘোষনা করেন গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুর নেছা রুনা ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার সরকার আনু। টঙ্গী পশ্চিম থানা যুব মহিলা লীগের নাসরিন আক্তারকে সভাপতি ও আবিদা সুলতানা শিল্পীকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় এবং টঙ্গী পূর্ব থানায় জান্নাতুল চৌধুরী রুপাকে আহ্বায়ক ও নুরুন্নাহার বেগমকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। এসময় কমিটি ঘোষনার পর পর বিক্ষোভ ও প্রতিবাদ করেন টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের নেতী সুলতানা শোভা ও শিল্পী আক্তারসহ একাধিক নেত্রীরা। এসময় সুলতানা শোভা বলেন, দুইদিন পর পর গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুর নেছা রুনা ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার সরকার আনু কমিটি ঘোষনা দেবেন আমরা মেনে নিতে পারবোনা। আমি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সভাপতি আমাকে বহিষ্কার না করে আরেক জনকে কিভাবে আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। এটা কোন সাংগঠনিক কাজ হতে পারেনা, আমরা এর তীব্র ও প্রতিবাদ জানাই । এসময় শিল্পী আক্তার জানান, দীর্ঘ ৪ বছর যাবত আমি যুব মহিলা লীগের সাথে রাজনীতি করে আসছি। বেশ কিছুদিন আগে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে পরিষ্কার করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নাজমা আপার কাছে আমাদের দাবি, গাজীপুর মহানগরের নতুন নেতৃত্ব চাই। তাহলে আমরা নতুন করে সাংগঠনিক নিয়ম গুলো জানতে পারবো । এবিষয়ে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনা বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশালীন মন্তব্য করায় তাদেরকে সংগঠনের রাখা সম্ভব হয়নি।