সমন্বিত তালিকা প্রকাশ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা খুব শিগগিরই: মন্ত্রী
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা খুব শিগগিরই প্রকাশ করে তাদের সনদপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্ধোধন শেষে স্থানীয় একটি কলেজ মাঠে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ইতোমধ্যে অনলাইনে মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করে সনদপত্র দেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী নভেম্বরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দুই পক্ষের মামলায় মুক্তিযোদ্ধা সংসদের ভোট বাতিল হয়েছিল, আদালতের নিষেধাজ্ঞা ছিল। এই মুহূর্তে কোনো মামলা নাই। খুব দ্রুত নির্বাচন হবে। আ ক ম মোজাম্মেল হক বলেন, রাজনীতির ভাষা হচ্ছে মাঠে থেকে লড়াই করা। আওয়ামী লীগ দীর্ঘ ২৯ বছর ক্ষমতার বাইরে থেকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও মাঠে থেকে রাজনীতি করেছে। আওয়ামী লীগ কোনো সময় ভাঙচুর-অগ্নিসংযোগের রাজনীতি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। বিএনপিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ওনারা মানুষের কাছে না এসে রেডিও-টেলিভিশনে বক্তৃতা-বিবৃতি দিয়ে রাজনীতি চালিয়ে নিচ্ছেন। এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়। রাজপথে থেকে পথসভা-জনসভা, মিটিং-মিছিল করে জনমত গঠন করা এই প্রক্রিয়ায় ওনারা পিছিয়ে আছেন। এ সময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, কান্তিভূষণ কুন্ডু উপস্থিত ছিলেন।