গাজীপুরে কেমিক্যাল কারখানার আগুন; ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এএসএম কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এপর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার (৩ নভেম্বর) রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেমিক্যাল কারখানায় লাগা আগুন বুধবার রাত ১১টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যায় কারখানায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে কাজে দেয়। আগুন বাড়তে থাকায় পরে আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট ১২টি ইউনিট কাজ করছে। এখনো কারো নিখোঁজ ও হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার সিনিয়র ব্যবস্থাপক (এডমিন) রেজাউল করিম জানান, কারখানায় দুপুর দুইটা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় ৫৫ থেকে ৫৬জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত অবস্থায় ছিল। আগুনের সূত্রপাত দেখে তারা নিরাপদেই দ্রুত সরে আসে। তিনি ধারণা করছেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি একই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টে আগুনের চারজন নিহত হয়েছিল।