কোনাবাড়িতে কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ড।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের কোনাবাড়িতে ডাইসিন কেমিক্যাল কোম্পানি নামক একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার দুপুরের কোনাবাড়ী বিসিক এলাকার ডাইসিন কেমিক্যাল কোম্পানির গোডাউনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে থাকা লাইফ টেক্সটাইল লিমিটেড নামক একটি কারখানায় ছড়িয়ে পড়ে।এতে ওই পোশাক কারখানার একটি ফ্লোরের সব মালামাল পুড়ে যায়। কারখানার শ্রমিকদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, কেমিক্যাল কারখানার গোডাউনে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ গোডাউনের একটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হলে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় আগুন পাশের লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ওই পোশাক কারখানায় সহস্রাধিক শ্রমিক কাজ করছিলেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল এর ১টি, কালিয়াকৈরের ২টি ও জয়দেবপুরের ৪টি সহ মোট ৭টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । ফায়ার সার্ভিসের কর্মীরা ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।