টঙ্গীতে ভয়াবহ অগ্নিকান্ড
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মূহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পরে। এসময় প্রায় সহস্রাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। শনিবার ২৭ নভেম্বর ভোর রাতে টঙ্গীবাজার সেনা কল্যাণ ভবন সংলগ্ন হাজীর মাজার বস্তিতে একটি টিনের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতে হঠাৎ করে বস্তির একটা ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। সাথে সাথে আগুন চারপাশে ছড়িয়ে পরলে আতঙ্কিত লোকজন এলোপাথাড়ি ছুটোছুটি করে বাসা থেকে বেড়িয়ে আসে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় নারী মুদি দোকানি সালেহা জানান, আগুনে তার বাসার সব মালামাল পুরে ছাই হয়ে যায়। এমনকি দোকানের বিক্রির টাকা পয়সা সব পুরে যায়। গাড়ি চালক আবুল খায়ের জানান, সারাদিন গাড়ি চালিয়ে বাসায় এসে ঘুমিয়ে পরেছিলাম ভোর রাতে আগুন লাগলে নিজের জীবন বউ বাচ্চা নিয়ে বেড়িয়ে এসেছে জরুরী কাগজপত্র ও সকল মালামাল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের খাবার ব্যাবস্থা চলমান থাকবে।গাজীপুর ২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এর সাথে পরামর্শক্রমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (প্রশাসন) মোঃ মানিকউজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের টঙ্গী জোনের ৩টি, উত্তরা জোনের ৩টি, কুর্মিটোলা থেকে ২টি, ও পুর্বাচল থেকে ১টি সহ মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমান ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।