টঙ্গীতে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবীতে মানববন্ধন
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবীতে তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদ টঙ্গী অঞ্চলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় টঙ্গী আশরাফ সেতু কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় গ্রাহকরা দ্রুততম সময়ের মধ্যে বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ চালু করতে সরকারের প্রতি জোর দাবী জানান। মানববন্ধনে টঙ্গী, গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকার গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। টঙ্গী অঞ্চলের ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন টঙ্গী অঞ্চলের ঠিকাদার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার, সদস্য রবিন হোসেন, জাহিদ হোসেন, লোকমান হোসেন, সাইফুল ইসলাম, মোঃ শামিম হোসেনসহ পরিষদের অন্যান্য নেতা ও উল্লেখিত এলাকার ভুক্তভোগি গ্রাহকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা আবাসিক গ্যাস সংযোগ অনতি বিলম্বে চালু করতে হবে। সারাদেশে গ্যাস ঠিকাদারী ব্যবসার সাথে হাজারো লোক জড়িত। দীর্ঘদিন যাবত গ্যাস সংযোগ বন্ধ থাকায় কর্মহীন হয়ে এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে। তাছাড়া ২০১৩ সালে আত্মস্বীকৃত অবৈধ গ্যাস ব্যাবহারকারী অনেক গ্রাহকের সংযোগ এখনো নিয়তিমকরন হয়নি। এসব সংযোগগুলো নিয়মিত করা হলে সরকারের কোষাগারে বিপুল পরিমান রাজস্ব জমা হবে। কতৃপক্ষ বার বার এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও কিছু অসাধু ব্যক্তিবর্গের হস্তক্ষেপে ওই সংযোগগুলে পূণরায় চালু হচ্ছে। যার ফলে অবৈধ সংযোগ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাই সকল প্রকার গ্যাস সংযোগ উন্মুক্ত করে দিলে অবৈধ সংযোগ হ্রাস পাবে। ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। বক্তারা এ বিষয়ে সরকারের সদয় দৃষ্টি কামনা করেন।