বিদিশার নেতৃত্বে জাতীয় পার্টির গাজীপুর মহানগরে নতুন কমিটি ঘোষনা
বি এ রায়হান, গাজীপুরঃ জাতীয় পার্টির পূনর্গঠন নিয়ে দীর্ঘ দুই মাস মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজ শেষে বিদিশা এরশাদ এর নেতৃত্বে গাজীপুর মহানগর জাতীয় পার্টির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ২১শে জানুয়ারী রাজধানীর বারিধারায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসভবনে জাতীয় পার্টি পূনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এই কমিটি ঘোষনা করেন। গাজীপুর মহানগরে আতাউর রহমান সরকার সভাপতি ও আশরাফুল শিকদার সবুজকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল রফিকুল ইসলাম, ফারুক হোসেন খান, আবদুস সোবহান, ইসমাইল হোসেন, ডাঃ আজিজ, মোশারফ হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, মোহাম্মদ রুহুল দেওয়ান, আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব ভুইয়া, দপ্তর সম্পাদক জাহিদুজ্জামান জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ হসেন হৃদয়, যুগ্ন যুব বিষয়ক সম্পাদক মিলন মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ নূর জানান বেগম নূরি, যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, সদস্য তছলিম উদ্দিন, কাজী রুবেল, প্রমুখ। কমিটি ঘোষনায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এর রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়াত হাসান সায়েম যুগ্ম মহাসচিব কর্নেল অবঃ শাহজাহান সিরাজ ও দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব সহ দলের নেতাকর্মীবৃন্দ।