গাজীপুরে বিপুল পরিমান মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী আটক।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে ৮২.৫কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে ০১টি ট্রাক, ০১টি প্রাইভেটকার, ০৮টি মোবাইল ফোন এবং নগদ ১০হাজার ২শত টাকা উদ্ধার করা হয়। শুক্রবার ৪ ফেব্রুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুনিয়া বড়বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। একই দিন সন্ধ্যায় র্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত আব্দুর রশিদ ভুঁইয়ার ছেলে মোঃ বরকত উল্লাহ (৩৪), একই জেলার মোঃ রফিক মিয়ার ছেলে আবুল বাশার ওরফে সফিউল (২৮), মোঃ এমরান হোসেনের ছেলে মোঃ সজল (২৩), সুজন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন(২০), সেলিম মিয়ার ছেলে বিপুল হোসেন(২০), ও কুমিল্লা জেলার জয়নাল হোসেনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।